৩১ অক্টোবর, ২০২২
ছবি: ব্রীজ ঝুঁকিপূর্ণ
ঠাকুরগাঁও উপজেলা সদরের সাথে রুহিয়া ও আটোয়ারী যোগাযোগের প্রধান সড়ক ঠাকুরগাঁও–রুহিয়া রাস্তা। এ রাস্তার ঢোলারহাট সংলগ্ন শুক ব্রীজটি দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। ঝুঁকি মাথায় নিয়েই প্রতিদিন দুটি উপজেলা ও একটি থানা চলছে শ'শ' যানবাহন ও ছাত্রছাত্রীসহ সহস্রাধিক পথচারী। শুকনদীর উপর অর্ধশতাধিক বছর পূর্বে নির্মিত ব্রীজটি অপেক্ষাকৃত সরু। ফলে এক প্রান্ত থেকে একটি যাত্রীবাহি বাস বা মালবাহী ট্রাক উঠলে ব্রীজে আর কোন পথচারী উঠতে পারেন না।অনেক যানবাহন চলাচল করে, চলাচল করে ঢাকা অভিমুখে অনেক যাত্রীবাহী কোচ,চলাচল করে বিভিন্ন পন্য সামগ্রি মালামাল লোড ট্রাক ২৪ ঘন্টায় বিভিন্ন যানবাহন নিয়মিত চলাচল করে। ফলে ওই বাস বা ট্রাকটি ব্রীজটিকে অতিক্রম করার আগ পর্যন্ত অপর প্রান্তের যানবাহন ও পথচারীদের অপেক্ষায় থাকতে হয়। অপরদিকে, ব্রীজটির নিচের দিকে অন্যান্য আগাছা জন্মে আছে। ওইসব স্থানে পানি আটকে ব্রীজের ধারণ ক্ষমতা নষ্ট করছে। এছাড়া ব্রীজের বিভিন্ন অংশে যানবাহনের ধাক্কায় রেলিং-এর অংশবিশেষ ভেঙে গেছে। সব মিলিয়ে ব্রীজটিকে দেখলে মনে হয়, পরিত্যক্ত। অথচ এ ব্রীজ দিয়েই দিবানিশি শত শত যানবাহন চলাচল করছে। জনগুরুত্বপূর্ণ এ ব্রীজটি ভেঙে সম্প্রসারিত নতুন ব্রীজ নির্মাণ স্থানীয় লোকজনের অনেক দিনের দাবি।
Good news
Good