১৯ Jun, ২০২৪
ছবি: ১৫ ব্যাচের বন্ধুদের ছবি
ঠাকুরগাঁও প্রতিনিধি,
ঠাকুরগাঁও সদর উপজেলা রুহিয়া উচ্চ বিদ্যালয় এসএসসি ১৫ ব্যাচের বন্ধুদের প্রানবন্ত ঈদ আড্ডা হয়েছে।
পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার সন্ধ্যা ৬টা থেকে দূর দূরান্ত থেকে এসএসসি ১৫ ব্যাচের বন্ধুরা রুহিয়া উচ্চ বিদ্যালয় জড়ো হতে শুরু করে। এরপর রামনাথ প্রগতি সংঘ মাঠে সবুজ ঘাসের ওপর চলে বন্ধুদের পুরোনো দিনের স্মৃতিচারণ।
আড্ডায় যোগ দিতে আসা বন্ধুদের মধ্যে কেউ এখন পেশায় বিভিন্ন ইউনিভার্সিটিতে অধ্যায়নরত ছাত্র বৃন্দ এবং শিক্ষক, কেউ চিকিৎসক, কেউ আইনজীবী, কেউ সাংবাদিক,পুলিশ, সেনাবাহিনী,বর্ডার গার্ড, আনসার ব্যাটালিয়ন, কেউবা সফল ব্যবসায়ী, কেউ সরকারি বেসরকারি বা বহুজাতিক কোম্পানীতে কর্মরত, কেউবা নিজেকে ব্যস্ত রেখেছেন রাজনীতি এবং সামাজিক, সাংস্কৃতিক কর্মকান্ডে।
অনেকদিন পর প্রিয় বন্ধু, প্রিয় সহপাঠিদের একসাথে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন সবাই। রাত ৯ টায় পর্যন্ত চলে আড্ডা, খুনসুটি, ছবি তোলা। মাঝে বন্ধু রবি দোকান থেকে দুধ মালাই চা জুস ও হালকা নাস্তা সবাইকে চাঙ্গা করে রাখে। আড্ডার ফাঁকে সবার সম্মতিক্রমে প্রতি বছর এমন আড্ডা আরো বর্ধিত কলেবরে করার পরিকল্পা এবং বাদ পড়া বন্ধুদের whatsapp গ্রুপে যুক্ত করার সিদ্ধান্ত হয়।
পরে একে একে বন্ধুরা ফিরে যেতে থাকে আর ভাঙ্গে প্রাণের মেলা। এর আগে ২৮ রমজান রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার পার্টিতে সব বন্ধুর সম্মিলন হয়।
Good news
Good