৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
ধর্ম ও জীবন

রাসুল (সা:) এর সৈনিক সুন্নী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠি

১২ এপ্রিল, ২০২৩

এ. এম স্বপন জাহান,
মধ্যনগর উপজেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ইফতার মাহফিলের ব্যানার


 

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা ও নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার আওতাধীন যৌথ একটি ইসলামী সংগঠন "রাসুল(সা:)এর সৈনিক সুন্নী সংগঠেনর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১২ এপ্রিল) ২০ তম রমজানে"রাসূল (সা:)এর সৈনিক সুন্নী সংগঠনের আয়োজনে বিশর পাশা হরিশচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত ইফতার মাহফিলে উক্ত সংগঠনের সমসাময়িক বিষয় ও দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।
জানা যায়,মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দ: ইউনিয়নের চান্দালীপারা,চানপুর,গড়াকাটা,দুলানানিয়া,রৌহা,বুড়িপত্তন সহ কলমাকান্দা উপজেলার বিশরপাশা,গিলাচৌকা,নানীয়া,বারোমারা সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই যৌথ ইসলামি সংগঠন টি গঠন করেছে।
ইফতার মাহফিলে রাসুল (সা:) এর সৈনিক সুন্নী সংগঠনের নেতা কর্মীদের পাশাপাশি বিভিন্ন গ্রামের রোজাদার ব্যক্তি উপস্থিত ছিলেন।

 

Related Article
comment
Poran Hasan
25-Mar-23 | 10:03

ধন্যবাদ 🌸💚

মোঃ মনির হোসেন বকাউল
28-Sep-23 | 10:09

Good news