২৬ মার্চ, ২০২৩
ছবি:
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
রবিবার ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। সকাল ১০ টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা অবমুক্তকরণের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ডিসপ্লে প্রদর্শণে অংশ নেয়। ডিসপ্লে প্রদর্শন শেষে সম্মানিত অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করনে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা করা হয়।
পটুয়াখালী জেলা সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকাশ কুমার কুন্ডু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ জহির উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে রাঙ্গাবালী থানা অফিসার ইনর্চাজ মোঃ নুরুল ইসলাম মজুমদার, উপজেলা কৃষি অফিসার ইকবাল আহম্মেদ, উপজেলা শিক্ষা একাডেমিক সুপারভাইজার অনাদি কুমার বাহাদুর, ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বাইজিদ ইসলাম উপজেলা আইসিটি অফিসার মাসুদ হাসান উপস্থিত ছিলেন।
Good news
Good