০৭ অগাস্ট, ২০২৩
ছবি: সংগ্রহীত
পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলীয় এলাকায় একটানা বৃষ্টি হচ্ছে বীজতলা তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছে কৃষক।
সকাল থেকে কখনো ভারী, কখনোমাঝারি বৃষ্টি ঝরছে। ঝড়ো হাওয়াসহ বজ্র বৃষ্টিতে জনজীবন হচ্ছে বিপর্যস্ত। টানা এই বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে ফসলের ক্ষেত কোথাও আমন ক্ষেত, কোথাও বীজতলা তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছে কৃষক। নষ্ট হওয়ার আশঙ্কাও করছেন তারা।
এদিকে জোয়ারের পানিতে মাছের ঘের ও পুকুর থেকে মাছ চলে গেছে। আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে।
অস্বাভাবিক জোয়ারের পানিতে তলিয়ে গেছে নিন্মাঞ্চল। দফায় দফায় বৃষ্টি ও ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি প্রবশে করে প্লাবিত হয়েছে পটুয়াখালীর রাঙ্গাবালীর উপকূলীয় এলাকার নিন্মাঞ্চল। বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।
ফলে মানবেতর জীবন পার করছে সাধারন মানুষ। এছাড়া পানিতে ভেসে গেছে পুকুর ও ঘেরের মাছ। তাই পায়রা সমুদ্র বন্দরের ৩ নম্বর স্থানীয় সংকেত বহাল রয়েছে।
Good news
Good