০৭ Jun, ২০২৩
ছবি: রামু সাব-রেজিস্টার নোটিশ
পুড়িয়ে দেয়া হচ্ছে রামু সাব-রেজিষ্ট্রী অফিসে ২ বৎসরের অধিকাল যাবৎ পড়ে থাকা পুরাতন দলিল। ইতিমধ্যে এই সমস্ত দলিলগুলোকে দাবিবিহীন দলিল বলে সংশ্লিষ্ট দলিল লিখক ও সর্বসাধারণের জন্য নোটিশ প্রচার করেছে রামু সাব-রেজিষ্ট্রী অফিস কর্তৃপক্ষ।
রামু রেজিষ্ট্রি অফিসের সাব-রেজিষ্ট্রার মুজিবুর রহমান জানান, নিবন্ধন অধিদপ্তর গত ২৮/১২/২০২২ ইং তারিখ কক্সবাজার জেলা রেজিষ্ট্রার দুই বৎসরের অধিককাল যাবৎ দাবিবিহীন দলিল নং-১৮৩/১৯৯৭ নং হইতে ২৪৫৯/২০১৭ নং পর্যন্ত দলিল আগুণে পুড়ে ধ্বংস করে ফেলার নির্দেশ দিয়েছেন। এতে রেজিষ্ট্রীকৃত ও অগ্রাহ্যকৃত উভয় প্রকার দলিল ধ্বংস করা হবে। এই সমস্ত দলিল আগামী ১৩/৬/২০২৩ ইং তারিখ প্রকাশে পুড়ে ফেলা হবে।
তিনি আরও জানান, রামু সাব-রেজিষ্ট্রী অফিসে গচ্ছিত ১৯৯৭ ইং হইতে ২০১৭ ইং সন পর্যন্ত যেকোন ধরণের দলিল না নিয়া গেলে তা কর্তৃপক্ষ পুড়িয়ে ফেলবে। পরে এই সমস্ত মুল দলিল রেজিষ্ট্রী অফিসে পাওয়া না গেলে তার জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না। তাই উল্লেখিত সময়ের ভিতর সংশ্লিষ্ট সকলের দলিল গুলো নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে।
Good news
Good