১২ নভেম্বর, ২০২২
ছবি: সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ।
জাতীয় শ্রমিকলীগের সাথে সম্পৃক্ত বাংলাদেশ পোষ্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়ন উত্তরাঞ্চল রাজশাহী সার্কেলের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ১২ নভেম্বর বেলা ১২টায় রাজশাহী পোষ্টাল একাডেমী অডিটোরিয়ামে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পোষ্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়নের সাধারন সম্পাদক মো. আমজাদ আলী খান।
সম্মেলনে রাজশাহী, রংপুর, বগুড়াসহ অনান্য জেলা উপজেলার সমন্বয়ে উত্তরবঙ্গ রাজশাহী সার্কেলের কমিটি গঠন করা হয়। সম্মেলনের প্রথম অধিবেশনে জেলা উপজেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন, মহিলা শ্রমিকলীগের সহ-সভাপতি মেহেরুন নেসা বিউটি, বাংলাদেশ পোষ্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়নের উপদেষ্টা আবু তাহের, কার্যকরী সভাপতি আব্দুল কাইয়ুম, সিনিয়র সহ-সভাপতি আবু তাহের, জাতীয় শ্রমিকলীগ রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি মো. ওয়ালি খান, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শরীফ আলী মুনমুন, বাংলাদেশ পোষ্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়নের যুগ্ম-সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক কামাল হোসেন, সহ-সাধারন সম্পাদক মারুফ হোসেন, প্রচার সম্পাদক জাবেদ চৌধুরী, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আলী, অর্থ সম্পাদক শফি মোহাম্মদ রেজা, ঢাকা মেট্রোপলিটন সার্কেলের সহ-সভাপতি জেসমিন আক্তার, দক্ষিনাঞ্চল খুলনা সার্কেলের সভাপতি সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় সার্কেলের সার্কেল সম্পাদক জসিম উদ্দীন, খুলনার সার্কেল সম্পাদক রিয়াদুজ্জামান টিপু প্রমুখ।
উত্তরাঞ্চল রাজশাহীর সার্কেল সভাপতি শহিদুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে প্রতিনিধি সভাটি সঞ্চালনা করেন সাধারন সম্পাদক হাসানুজ্জামান ফিরোজ।।
Good news
Good