১১ নভেম্বর, ২০২২
ছবি: প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটছেন অতিথিরা।
রাজশাহীতে নানা আয়োজনে উদযাপিত হয়েছে জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল মোহনা টিভির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী।
আজ শুক্রবার ১১ নভেম্বর সকাল সাড়ে ১০টায় মহানগরীর একটি রেস্তোরাঁয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, মোহনা টিভির রাজশাহী ব্যুরো প্রধান মেহেদী হাসান শ্যামল। অনুষ্ঠান অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, দৈনিক সোনার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, দৈনিক আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন, বাংলাদেশ ফেডারেল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-বিএফউইজের যুগ্ম মহাসচিব রাশেদ রিপন, দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু, দৈনিক নতুন প্রভাতের সম্পাদক সোহেল মাহবুব, দৈনিক গণধ্বনি প্রতিদিনের সম্পাদক ইয়াকুব আলী শিকদার ও বিএফউইজের নির্বাহী সদস্য ও অনলাইন নিউজ পোর্টাল পদ্মাটাইমসের সম্পাদক বদরুল হাসান লিটন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের পক্ষের গণমাধ্যম হিসেবে মোহনা টিভি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীনভাবে কাজ করছে। মুক্তিযুদ্ধের চেতনা লালন করে গণমাধ্যম হিসেবে দেশের গণমানুষের কণ্ঠস্বর তুলে আনতে মোহনা টিভির অগ্রণী ভূমিকা পালন করছে।
এর আগে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-আরটিজেএ,বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন শাখা, এসএটিভি, দীপ্ত টিভি, জিটিভি, এখন টিভি, পদ্মাটাইমস, বাংলার জনপদ, দৈনিক নতুন প্রভাত, ধুমকেতু নিউজ, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি, রাজশাহী উইমেন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামসহ বিভিন্ন সংগঠন ও গণমাধ্যমের পক্ষ থেকে মোহনা টিভির ব্যুরো প্রধান মেহেদী হাসান শ্যামলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর ১৩ পাউন্ডের কেক কাটেন অতিথিরা।
Good news
Good