১৮ নভেম্বর, ২০২২
ছবি: ওসির প্রত্যাহারের দাবিতে রাজপাড়া থানার সামনে সাংবাদিকদের অবস্থান।
রাজশাহীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান সাংবাদিকদের সাথে দুর্ব্যবহারের প্রতিবাদে ওসির প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন সাংবাদিকেরা।
সন্ধ্যায় মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েল মহানগর পুলিশ কমিশনারের পক্ষে সাংবাদিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়।
আজ শুক্রবার ১৮ নভেম্বর রাজশাহীর হোটেল এক্স-এ দৈনিক ইত্তেফাকের রাজশাহী প্রতিবেদক আনিসুজ্জামান সংবাদ সংগ্রহে গেলে পুলিশের সামনেই তাঁর ওপর হোটেল কর্মচারীরা হামলা চালান। এঘটনায় রাজপাড়া থানায় অভিযোগ করতে গেলে সাংবাদিকদের সাথে ওসি সিদ্দিকুর খারাপ ব্যবহার করেন। এর প্রতিবাদে রাজশাহীর সকল সাংবাদিকবৃন্দ নগরীর রাজপাড়া থানার সামনে বিকালে ওসির প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন।