১৭ ডিসেম্বর, ২০২২
ছবি: রাজধানীতে মাদক বিরোধী অভিযানে আটক ৪২
রাজধানীতে মাদক বিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৪২ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ছয়টা থেকে শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, আসামিদের কাছ থেকে ২৩ হাজার ১৭৫ পিস ইয়াবা, ৫০ গ্রাম হেরোইন, ১৯ বোতল ফেনসিডিল, ২৭ কেজি ৯৫০ গ্রাম গাঁজা ও ৩০ লিটার দেশী মদ জব্দ করা হয়েছে।
আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
Good news
Good