৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
মতামত / সারাদেশ

পুঠিয়া-আড়ানী সড়কে খরচ ৮০ লাখ, কিন্তু ২০ দিন না যেতেই উঠে যাচ্ছে পাথর

১৬ ফেব্রুয়ারী, ২০২৩

মোঃ মাহবুবুল ইসলাম,
স্টাফ রিপোর্টার

ছবি: পুঠিয়া থেকে আড়ানী ঢালাইকৃত সড়ক

রাজশাহীর পুঠিয়া থেকে আড়ানী সড়কে ৫.০৮ কিলোমিটার রাস্তার কাজ করা হয়েছে মাত্র কয়েকদিন পূর্বে। অথচ এরই মধ্যে রাস্তার পাথর উঠে যাওয়ার অভিযোগ উঠেছে।

রাস্তার পাথর উঠে যাওয়ার বিষয়টি স্বীকারও করেছেন বিভাগীয় উপ-প্রকৌশলী শাহ মোহাম্মদ আসিফ। সরেজমিনে গিয়ে পাওয়া গেছে অভিযোগের সত্যতা। সড়কের পাথর উঠে দুই ধারে নেমে গিয়ে জমা হয়ে রয়েছে। যার ফলে মানুষের চলাচলে ব্যাপক সমস্যা সৃষ্টি হয়েছে। ইতোমধ্যেই ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনা। এছাড়াও এই ব্যস্ত সড়কে প্রতিনিয়ত চলাচল করে বড় গাড়িসহ ভ্যান ও অটোরিকশা।

ভ্যান ও অটো রিক্সা চালকরা অভিযোগ করে বলছেন এই উঠে যাওয়া পাথরের কারণে টায়ার টিউবের ব্যাপক ক্ষতি হচ্ছে, যে কোন মুহূর্তে টায়ার ফুটো হয়ে যাচ্ছে। খালি পায়ে চলাচল করা ব্যক্তিরা বলছেন, এই সড়ক আগেই ভালো ছিল, বর্তমানে এই পাথরগুলো ছিটিয়ে দিয়ে হেঁটে চলাচল করাও খুব বিপদ হয়ে দাঁড়িয়েছে, এই পাথর কুচি অনেক সময় স্যান্ডেল ফুটো হয়ে পায়ের ভিতরেও ঢুকে যাচ্ছে। এছাড়াও পথচারীগণের অভিযোগ যে, সড়কের পাশ দিয়ে হাটার সময় চলন্ত গাড়ির চাকা থেকে পাথরকুচি ছিটকে এসে তাদের শরীরে যন্ত্রণাদায়ক আঘাত করছে। সড়কের এমন কাজের কারণে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই সমস্যা থেকে দ্রুত পরিত্রাণ পেতে চায় ওই সড়কে চলাচলকারী পথচারীগণ।

এই বিষয়ে জানতে মুঠো ফোনে যোগাযোগ করা হলে শাহ মোহাম্মদ আসিফ উপবিভাগীয় প্রকৌশলী পাথর উঠে যাওয়ার কথা স্বীকার করে তিনি “তারুণ্য ২৪” কে বলেন, এই কাজের ধরন এমনই। সড়কের সারফেস ট্রিটমেন্ট কাজের প্রায় ১০-২০ ভাগ পাথর উঠে যাবে। বেশ কিছুদিন পাথর উঠে যাবার পর সড়কটি আবারও স্বাভাবিক হবে এতে করে সড়কের স্থায়িত্ব বাড়বে। মানুষ চলাচলে সমস্যা হতে পারে। তার জন্য কি করবো তা এই মুহূর্তে জানিনা। তবে, পাথরগুলো ঝাড়ু দিয়ে হয়তো সরিয়ে দেওয়া যেতে পারে। সড়কে ছোট ছোট কিছু ফাটল রয়েছে। ওইগুলো দিয়ে বর্ষাকালে পানি ঢুকে সড়ক নষ্ট হয়ে যাবে তাই সড়কের এই সারফেস ট্রিটমেন্ট দেওয়া হয়েছে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good