০৭ অগাস্ট, ২০২৩
ছবি: নিহত কিশোর
পুঠিয়ায় ট্রাকের ধাক্কায় ভ্যানে থাকা নাইম (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। এ সময় ভ্যানে থাকা অপর ৭ জন আহত হয়েছে।
রোবাবার (৬ আগষ্ট) রাত্রি ১টার সময় ঢাকা-রাজশাহী মহাসড়কের তারাপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত নাইম উপজেলার বানেশ্বর ইউনিয়নের শাহবাজপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
আহতরা সবাই উপজেলার শাহবাজপুর গ্রামের, নাজিমুদ্দিনের ছেলে শামিম (৩৫), রবিউলের ছেলে জুয়েল রানা (১৮), মৃত সাদেকুলের ছেলে তুহিন (২১), মিন্টুর ছেলে সুমন (১৭), হামজালের ছেলে আল আমিন (২১), মুনসুরের ছেলে জিয়াউর রহমান (৪০) ও আবু সাইদের ছেলে রিপন (২৫)। জানাগেছে, গতকাল শনিবার রাত্রিতে একটি ভ্যান নিয়ে তারা ঘুরতে বাহির হয়। পরে রাত্রি ১টার সময় বাড়ি ফিরে আসার পথে ঢাকা-রাজশাহী মহাসড়কের তারাপুর নামক স্থানে পৌঁছানো মাত্রই বিপরীতগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ট্রাকের ধাক্কায় ভ্যানে থাকা সবাই মহাসড়কের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে গুরুতর আহত নাইম মারা যায়। আহত সবাইকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত ডাক্তার রামেক হাসপাতালে প্রেরণ করেন।
বিষয়টি নিশ্চিত করে পবা হাইওয়ে থানা পুলিশ ইনচার্জ মোফাক্কারুল ইসলাম “তারুণ্য ২৪”কে বলেন, দুর্ঘটনাটি গভীর রাতে হয়েছে। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে এ কর্মকর্তা জানান।