৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / বিশেষ সংবাদ

পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু!!

১৯ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ মাহবুবুল ইসলাম,
স্টাফ রিপোর্টার

ছবি: অজ্ঞাত নিহত নারী

পুঠিয়ায় গাড়ির ধাক্কায় অজ্ঞাত (৪৫) এক নারীর মৃত্যু হয়েছে।

রবিবার দিবাগত রাত্রি পৌনে ১২টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কে পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের বিড়ালদহ মাজার নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, ঢাকা- রাজাশাহী মহাসড়কের বিড়ালদহ মাজার নামক স্থানে অজ্ঞাত গাড়ির ধাক্কায় অজ্ঞাত মহিলা আহত হয়ে মহাসড়কে উপরে পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

এ সময় তারা পুঠিয়া ফায়ারসার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে পুঠিয়া ফায়াসর্ভিস কর্মীরা উক্ত আহত অজ্ঞাত নারীকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৬টার সময় তার মৃত্যু হয়।

খবর পেয়ে পবা হাইওয়ে পুলিশ নিহতের লাশ থানায় নিয়ে যায়। এ ব্যপারে পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোফাক্কারুল ইসলাম বলেন, নিহত নারী একজন বুদ্ধি প্রতিবন্ধি ছিলো।

সে দীর্ঘ দিন ধরে বিড়ালদহ মাজার এলাকায় থাকতো। যেহেতু তার কোন পরিচয় পাওয়া যায়নি তাই মাজার এলাকায় তার লাশ দাফন করা হবে বলে এ কর্মকর্তা জানান।

Related Article