০৮ এপ্রিল, ২০২৩
ছবি: পুঠিয়া থানা থেকে মহড়া শুরু
র্যালিতে পুলিশ ভ্যানসহ ২৫টি মোটরসাইকেলে থানার সকল অফিসার ও পুলিশ সদস্যরা অংশ নেয়।
থানা সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে থানা এলাকায় সর্বত্র বাড়তি নিরাপত্তা জোরদার ও পুলিশের টহল বাড়ানোসহ চোরাচালান ও মাদক নির্মূলের লক্ষ্যে থানা পুলিশের এই মোটরসাইকেল শোডাউন।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন বলেন, রাজশাহী জেলার সুযোগ্য পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার) স্যারের দিকনির্দেশনায় ঈদ উপলক্ষে থানা এলাকায় মানুষের জান মালের নিরাপত্তা প্রদানসহ যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং ঈদে মানুষের চলাচল নির্বিঘ্ন করতে পুঠিয়া থানা পুলিশের এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।