১১ ফেব্রুয়ারী, ২০২৩
ছবি: সংগৃহীত
রাজশাহীর পুঠিয়ায় চালককে কুপিয়ে ছিনতাইকৃত অটোরিক্সা উদ্ধার করেছে পুলিশ। সেই সাথে এ ঘটনার সাথে জড়িত দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে জিউপাড়া ইউনিয়নের বিলমাড়িয়া এলাকার অটোরিক্সা মিস্ত্রি মোহাম্মদ আলী (৪৫) ও তার সহযোগি একই এলাকার রাব্বি (৩০)।
মামলার তদন্তকারি কর্মকর্তা ও থানার উপ-পরিদর্শক সুজন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করে "তারুণ্য ২৪"কে বলেন , সোমবার দিবাগতরাতে অভিযান চালিয়ে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়। সেই সাথে ছিনতাইকৃত অটোরিক্সাটি মোহাম্মদ আলীর গ্যারেজ থেকে উদ্ধার করা হয়। তিনি বলেন, মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে অভিযুক্তদের জেল হাজতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে থানার ওসি ওমর ফারুক বলেন, শুধুমাত্র অটোরিক্সা ছিনতাই করতেই চালককে কুপিয়ে আহত করা হয়েছে। এ ঘটনার পর থেকে অভিযুক্তদের গ্রেপ্তার ও ছিনতাই হওয়া গাড়িটি উদ্ধার করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায় । আর ঘটনার দুইদিনের মধ্যে পুলিশ গাড়ি উদ্ধারসহ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ।