০৬ অগাস্ট ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / বিশেষ সংবাদ

পুঠিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু!

১৬ অক্টোবর, ২০২৩

মোঃ মাহবুবুল ইসলাম,
স্টাফ রিপোর্টার

ছবি: পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

পুঠিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিকুল (৬২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

নিহত শফিকুল পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের মাইপাড়া বাজার এলাকার মৃত ইসমাইলের ছেলে।

শনিবার দুপুর সাড়ে ১২টার সময় মাইপাড়া বাজার এলাকার মুরগির খামারে এ দুর্ঘটনাটি ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, শফিকুল বাড়ি থেকে বের হয়ে তার মুরগির খামারে পরিস্কার-পরিচ্ছন্ন করার জন্য যায়।

মুরগির খামারে পরিস্কার-পরিচ্ছন্ন করার এক পর্যায়ে খামারের বিদ্যুত সংযোগের তারের সাথে জড়িয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরবর্তীতে এলাকাবাসী শফিকুলকে গুরুতর আবস্থায় উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Related Article