৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
রাজনীতি / সারাদেশ / জাতীয়

পুঠিয়ায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে আহত ১০, আটক ৪

২৬ জানুয়ারী, ২০২৩

মোঃ মাহবুবুল ইসলাম,
স্টাফ রিপোর্টার

ছবি: পুঠিয়ায় আ. লীগের দুপক্ষের সংঘর্ষে ও আটকের চিত্র।

আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভার প্রচারণা নিয়ে পুঠিয়ায় স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ উভয় পক্ষের ৪ জনকে আটক করেছে।
পরে সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বানেশ্বর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা বলছে, প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে বানেশ্বর বাজারে পোস্টার লাগাচ্ছিলেন জেলা যুবলীগের সহসভাপতি ওবায়দুর রহমানের সমর্থকেরা। এ সময় বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ওরফে ডিস কালামের সমর্থকেরাও বিভিন্ন দেয়ালে পোস্টার লাগাচ্ছিলেন। একপর্যায়ে কয়েকটি স্থানে ওবায়দুর রহমানের পোস্টারের ওপর কালামের লোকজন পোস্টার লাগিয়ে দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে প্রথমে দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। একপর্যায়ে ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন কর্মী সমর্থকেরা আহত হয়েছেন। পরে খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ কয়েকজনকে ধরে নিয়ে যায়। 


এ বিষয়ে বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ তারুণ্য ২৪'কে বলেন, ‘দলের মধ্যে একটু ঝামেলা হয়েছিল। বিষয়টি মীমাংসা করার চেষ্টা করা হচ্ছে।’ জেলা যুবলীগের সহ-সভাপতি ওবায়দুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল ধরেননি।


এ ব্যাপারে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী বিষয়টি নিশ্চিত করে তারুণ্য ২৪'কে বলেন, ‘দুই গ্রুপের উত্তেজনায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আর ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে থানায় আনা হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত থানায় কোনো পক্ষই অভিযোগ দেননি।’

Related Article