৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / রাজনীতি

পুঠিয়া-দুর্গাপুর রাজশাহী-৫ আসনে তিনজনের মনোনয়নপত্র বাতিল!

০৪ ডিসেম্বর, ২০২৩

মোঃ মাহবুবুল ইসলাম,
স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

পুঠিয়া-দুর্গাপুর রাজশাহী-৫ আসনে তিনজনের মনোনয়নপত্র বালিত করেছে নির্বাচন কমিশন।

মনোনয়নপত্র বালিতকৃতরা হলেন, স্বতন্ত্র প্রার্থী রাজশাহী জেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসান-উল হক মাসুদ অপর স্বতন্ত্র প্রার্থী আ’লীগের কেন্দ্রীয় উপকমিটির ধর্ম বিষয়ক সম্পাদক ওবাইদুর রহমান ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) মনোনীত আলতাফ হোসেন।

রবিবার মনোনয়ন যাচাই বাছাইয়ের সময় এই তিনজনের মনোনয়পত্র বাতিল করা হয়। পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এ, কে, এম, নূর হোসেন নির্ঝর জানান, স্বতন্ত্র প্রার্থী আহসান-উল হক মাসুদ তার মনোনয়নপত্রে নির্বাচনী এলাকার মোট ভোটারের ১% ভোটারের স্বাক্ষর জমা দিতে ব্যর্থ হওয়ায় এবং অপর স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান নির্বাচনী এলাকার মোট ভোটারের ১% ভোটারের স্বাক্ষর জমা দিতে ব্যর্থ হওয়ায় ও মামলা সংক্রান্ত তথ্য গোপন করায় তাদের মনোনয়পত্র বাতিল করা হয়েছে। 

এছাড়াও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) মনোনীত আলতাফ হোসেনের ঋণ খেলাপীর জন্য তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

Related Article