০৮ জানুয়ারী, ২০২৪
ছবি: সাংসদ সদস্য আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দারা
পুঠিয়া-দুর্গাপুর রাজশাহী-৫ আসনে নৌকার প্রাথী আব্দুল ওয়াদুদ দারা বিজয়ী হয়েছেন। আব্দুল ওয়াদুদ দারা মোট ভোট পেয়েছেন ৮৬ হাজার ৯’শ ১৩ ভোট।
স্বতন্ত্রপ্রার্থী ওবায়দুর রহমান পেয়েছেন ৮৩ হাজার ৮’শ ৬২ ভোট। প্রাপ্ত ভোটের ফলফলে নৌকা প্রতিকে আব্দুল ওয়াদুদ দারা ৩ হাজার ৫১ ভোটে জয়লাভ করেন।
দুর্গাপুরে ৬৪ কেন্দ্রে বেসরকারী ভাবে প্রাপ্ত ফলাফলে বাংলাদেশ আওয়ামিলীগের আব্দুল ওয়াদুদ দারা নৌকা প্রতিকে পেয়েছেন ৪৩ হাজার ২’শ ৩৩ ভোট, স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান ঈগল প্রতিকে পেয়েছেন ৩৭ হাজার ৮’শ ৯২ ভোট এছাড়াও জাতী য় পার্টির লাঙ্গল প্রতিকে মোঃ আবুল হোসেন পেয়েছেন ৪’শ ৭৬ ভোট, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএন এম এর মোঃ শরিফুল ইসলাম নোঙ্গর প্রতিকে পেয়েছেন ২’শ ৯ ভোট ও বাংলাদেশ সুপ্রীম পার্টির (বি.এস.পি) মোঃ আলতাফ হোসেন একতারা প্রতিকে পেয়েছেন ১’শ ৭২ ভোট।
পুঠিয়ায় ৬৮ কেন্দ্রের বেসরকারী ভাবে প্রাপ্ত ফলাফলে বাংলাদেশ আওয়ামিলীগের আব্দুল ওয়াদুদ দারা নৌকা প্রতিকে পেয়েছেন ৪৩ হাজার ৬’শ ৮০ ভোট, স্বাতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান ঈগল প্রতিকে পেয়েছেন ৪৫ হাজার ৯’শ ৭০ ভোট।
এছাড়াও জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকে মোঃ আবুল হোসেন পেয়েছেন ১০৫৫ ভোট, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম এর মোঃ শরিফুল ইসলাম নোঙ্গর প্রতিকে পেয়েছেন ২’শ ৯ ভোট, বাংলাদেশ সুপ্রীম পার্টির((বি.এস.পি) মোঃ আলতাফ হোসেন একতারা প্রতিকে পেয়েছেন ২৬৮ ভোট ও গণফ্রণ্টের মোঃ মখলেছুর রহমান মাছ প্রতিকে পেয়েছেন ২১৬ ভোট। রবিবার (০৭ জানুয়ারী) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই একটি বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।
সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন হয়। পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের শাহাবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের মধ্যে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে।
এছাড়াও বানেশ্বর ইসলমীয়া কেন্দ্রে নৌকার প্রার্থী আব্দুল ওয়াদুদ দারা তার কর্মী সমর্থকদের নিয়ে দুপুর ২টার দিকে বানেশ্বর ইসলামীয়া কেন্দ্র পরিদর্শনে গেলে স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের কর্মী সমর্থকের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সেখানে দায়িত্বরত আইনশৃংঙ্খা রক্ষাকারী বাহিনীর সদস্যগণেরা পরিস্থিতি শান্ত করে।
এছাড়া মোটামোটি সব কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়েছে। পুঠিয়া-দুর্গাপুর সংসদীয় আসনে ১৩২টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৩৭ হাজার ২শত ৪ জন।
এদের মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লক্ষ ৬৯ হাজার ১ শত ৪৫ জন ও নারী ভোটার সংখ্যা ১ লক্ষ ৬৮ হাজার ৫৫ জন।