২০ অক্টোবর, ২০২২
ছবি: বি এন পির প্রস্তুতি সভা
আগামী শনিবার (২২অক্টোবর) বিএনপির খুলনা বিভাগীয় মহাসমাবেশ সফল করতে বাগেরহাটের নেতা-কর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। জেলা থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত চলছে প্রচার-প্রচারণা।
সমাবেশে বাগেরহাট থেকে অন্তত ২০ হাজার নেতা-কর্মী অংশ নেবেন বলে জানিয়েছেন জেলার নেতারা। গণপরিবহন বন্ধ থাকলে প্রয়োজনে হেঁটেই সমাবেশে যাবেন বলে জানান জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম।
খুলনা শহরের দূরত্ব বাগেরহাট শহর থেকে চল্লিশ কিলোমিটার। প্রয়োজনে এই পথ আমাদের নেতা-কর্মীরা হেঁটেই যাবে।
এদিকে সমাবেশকে কেন্দ্র করে বাগেরহাট বিএনপির চলমান দুটি গ্রুপ এক হয়ে কাজ শুরু করেছে। কিছুদিন আগেও সাবেক সভাপতি এমএ সালাম ও বর্তমান আহ্বায়ক আকরাম হোসেন তালিম পৃথক পৃথকভাবে দলীয় বিভিন্ন কর্মসূচি পালন করলেও সমাবেশ কেন্দ্র করে বিভাজন ভুলে একই সঙ্গে প্রচার-প্রচারণা চালাচ্ছেন তারা।
এ বিষয়ে জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম বলেন, আমরা আগেই ধারণা করেছিলাম, সমাবেশ বানচাল করতে যানবাহন বন্ধ থাকবে। বিষয়টি মাথায় রেখেই নেতা-কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, কিছু মানুষ ইতোমধ্যে খুলনায় চলে গেছেন। বাকিরা বিকল্প যানবাহনে খুলনায় যাবেন। সমাবেশে বাগেরহাট থেকে ২০ হাজার মানুষ অংশ নেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
তবে যানবাহন বন্ধের বিষয়ে বিএনপির অভিযোগ অস্বীকার করে খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব বলেন, ইজিবাইক, নসিমন, করিমন বন্ধের দাবি না মেনে নিলে ২১ ও ২২ অক্টোবর খুলনা থেকে সব বাস চলাচল বন্ধ থাকবে। মালিক সমিতির এই সিদ্ধান্তে শ্রমিক ইউনিয়ন একাত্মতা প্রকাশ করেছে।