৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / অপরাধ

সুনামগঞ্জের ছাত্রী সাদিয়ার শিক্ষা জীবন হুমকির মুখে

২৬ অক্টোবর, ২০২৪

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ভুক্তভোগী সাদিয়া

সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের কুপিয়া গ্রামের হানিফ আলীর মেয়ে সাদিয়া আক্তার, ছাতক জালালিয়া ফাজিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী, তার এক বছরের পড়াশোনা থেকে পিছিয়ে পড়ার আশঙ্কায় কান্নায় ভেঙে পড়েছে। প্রায় চার মাস আগে, ২৯ জুন জমি-সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের আঘাতে তার ডান হাতের আঙুল ভেঙে যায়, ফলে আগামী ২৭ অক্টোবরের দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করা অনিশ্চিত হয়ে পড়েছে।

হানিফ আলী দীর্ঘদিন ধরে মৃত মাহতাব মিয়ার জমিতে বসবাস করে আসছেন এবং সেই জমি চাষাবাদ করে সংসার চালাচ্ছেন। কিন্তু একই উপজেলার ইসলামপুর ইউনিয়নের পান্ডব গ্রামের রজাক আলীর ছেলে সাহাব উদ্দিন জোর করে সেই জমি দখলে নিতে চাচ্ছেন। সেদিন সন্ধ্যায় সাহাব উদ্দিন সহ তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে হানিফ আলীর বাসায় হামলা চালায়। এসময় তাদের হামলায় সাদিয়া সহ পরিবারের কয়েকজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

হানিফ আলী এই ঘটনায় সাহাব উদ্দিনসহ ৯ জনের বিরুদ্ধে ছাতক থানায় মামলা করেন, তবে পুলিশ এখনো কোনো আসামি গ্রেপ্তার করেনি। এতে করে সাদিয়ার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।

ছাতক জালালিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ এই ঘটনার নিন্দা জানিয়ে দুঃখ প্রকাশ করেছেন এবং থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান জানিয়েছেন, "আমরা বিষয়টি তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেব।"

Related Article