১৫ ফেব্রুয়ারী, ২০২৩
ছবি: বিছানায় শুয়ে আছেন প্রতিবন্ধী সোবহান-ছবি তারুণ্য ২৪
হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের বয়স্ক প্রতিবন্ধী সোবহান (৭৫) নামে এক ব্যক্তি অনেক দিন যাবত অসুস্থ অবস্থায় আছে , কিন্তু কে ধরবে তার পরিবারের হাল , প্রতিবন্ধী সোবহান মিয়া ছিল পরিবারের একমাত্র ভরসা, পরিবারে তার তিন মেয়ে ও স্ত্রীসহ ৪জন সদস্য , কিন্তু বর্তমানে প্রতিবন্ধী সোবহান বিছানায় শুইয়ে কাতরাচ্ছে, কে আছে তাকে দেখা শুনা করার, কিভাবে যোগার করবে তার খাদ্য ও চিকিৎসার টাকা, বিগত দিন চলছেন এলাকাবাসী সাহায্য সহযোগিতায় , বর্তমানে সাহায্যের জন্য হাত বাড়িয়েছে আপনাদের দোয়ারে , এই ব্যক্তি এখন বাঁচতে চায় , আপনাদের সহযোগিতায় বেঁচে যাবে একটি প্রান, পূর্ন জীবন ফিরে পাবে একটি পরিবার, দেশ এবং প্রবাসে যারা আছেন , আপনাদের কাছে সাহায্য চেয়েছেন, তাই সকলের নিকট সাহায্যের অনুরোধ করছি।
যোগাযোগঃ
মোঃ ফারুক মিয়া
প্রয়োজনে বিকাশ (পার্সোনাল)
মোবাইল -01723791954
Good news
Good