৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

প্রতিবেশীকে রক্ষা করতে গিয়ে নিজেই বিদ্যুৎ স্পৃষ্টে প্রাণ হারালো

৩০ জানুয়ারী, ২০২৪

কাজল কান্তি দে,
কক্সবাজার জেলা (কক্সবাজার) প্রতিনিধি

ছবি: মৃত জাকিরের

প্রতিবেশীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে জাকির নামক এক ব্যক্তির মৃত্যু হয়েছে। কক্সবাজার শহরের রুমালিয়ার ছড়ায় এই ঘটনাটি ঘটে। 

সোমবার (২৯ জানুয়ারি) সকাল ৯ টার দিকে এই ঘটনা ঘটে। জাকির রুমালিয়াছড়া মৃত আসাদ আলীর ছেলে। 

স্থানীয়রা জানিয়েছেন, পাশের বাড়িতে রাইস কুকার থেকে সৃষ্ট আগুন নেভাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন জাকির। এসময় জাকিরের হাতে বিদ্যুত স্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। পরে ওই বাড়ির মহিলার চিৎকার শোনে স্থানীয় কয়েকজন তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে। 

বাড়িটির মালিক ফারহানা জানান, কিছুদিন আগে জাকির তার বাড়ি নির্মাণের কাজ করেছে। আজকে হঠাৎ আগুন দেখা দিলে চিৎকার শোনে পাশের বাড়ি থেকে জাকির ছোটে আসেন। এসেই তিনি পানি দিয়ে রাইস কুকারের আগুন নেভানোর চেষ্টা করে ওখান থেকেই বিদ্যুৎ স্পৃষ্ট হন তিনি। পরে তিনি মাটিতে পড়ে গেলে চিৎকার চেঁচামেচি শোনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে। 

স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good