৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১০ মে, ২০২৩

মকবুল হোসেন চৌধুরী প্রিতম,
ধর্মপাশা উপজেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: প্রকাশিত সংবাদের প্রতিবাদ

 

গত ৯ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে " ধর্মপাশায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে  দুইমিনিট থাপরাতে চান ছাত্রদল নেতা"এই শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
 

সংবাদে উলেক্ষ করা হয় যে, দুই মিনিট থাপরানোর সুযোগ পাইলে কারে থাপরাবেন এমন একটি পোষ্ট করা হয় "প্রবাসী বাংলাদেশ" নামে একটি ফেসবুক আইডিতে। তখন সৈয়দ প্রিতম চৌধুরীর ফেসবুক আইডি থেকে কমেন্ট করা হয় "শেখ হাছিনাকে"।
 

কে এই প্রিতম চৌধুরী?  প্রিতম চৌধুরী ইভটিজিং এর দায়ে একজন জেলখাটা আসামী।  মাদক ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিতি রয়েছে। 
তার বাবা একজন প্রাইমারী শিক্ষক। 

স্থানীয় ধুবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনা প্রমাণিত হওয়ায় দোষ স্বীকার করে শালিসের মাধ্যমে দুই লাখ টাকা জরিমানা করা হয়। 
 

উক্ত সংবাদের প্রতিবাদ। মকবুল হোসেন চৌধুরী প্রিতম 
এক প্রতিবাদ লিপিতে তিনি বলেন, আমাকে ও আমার বাবাকে জরিয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পৃন মিথ্যা ভুয়া বানোয়াট ও উদ্দেশ্য প্রণিদিত। 

প্রিতম বলেন ফেসবুক আইডিটি হ্যাক করে কে বা কারা এবং কমেন্টস করেছে যা পরবর্তীতে আমি আমার ফেসবুকের পোস্ট করেছি তাই এলাকার আওমীলীগে গণ্যমান্য ব্যক্তিগণ ও সেলবরশ ইউনিয়নের বর্তমান চেয়ারমেন খোকা ও পাইকুরাটি ইউনিয়নের চেয়ারমেন মোজাম্মেল হক ইকবাল ও সেলবরশ ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি বেনুয়ার খান পঠান সহ সভাই এই বিষয়টা শেষ করেন।
 

আমার বাবার সুনাম নষ্ট করার জন্য এই অভিযোগ করেছে আমার বাবার মামলায় আমার বাবা খালাশ পেয়েছেন এবং সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য এম এম এ রেজা পহেল ষড়যন্ত্র করছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
 

,৩ নং পাইকরাটি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল বলেন। প্রিতমের বিষয়টা আরো অনেক আগেই নেতাকর্মী নিয়ে শেষ করে দিয়েছি। নতুন করে অভিযোগের বিষয়ে প্রিতম আমাকে জানিয়েছে । এ বিষয়ে আমি আমার আওয়ামী লীগের নেতাকর্মীর সাথে আলোচনা করবো।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good