৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / বিশেষ সংবাদ

প্রাথমিক শিক্ষক সমিতি ঝিনাইগাতী উপজেলা শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিল

১৩ এপ্রিল, ২০২৩

তৌহিদুর রহমান,
শেরপুর জেলা (শেরপুর) প্রতিনিধি

ছবি: আলোচনা সভা ও ইফতার মাহফিলের স্থির চিত্র

 বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঝিনাইগাতী উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল
অনুষ্ঠিত হয়েছে। ১৩এপ্রিল বৃহস্পতিবার স্থানীয় মিল মালিক ও খাদ্য ব্যবসায়ী সমিতির হলরুমে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি মাসুদ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর হোসাইন এর উপস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপুর্ণ বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফারুক আল মাসুদ।


এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা জাসদেন সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক,
উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার শাহরিয়ার পারভেজ, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির
সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল,
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, বণিক সমিতির সাধারণ সম্পাদক
ফারুক আহম্মেদ প্রমুখ। 

এসময় জেলা ও উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মি উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়। দোয়া শেষে সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।

Related Article