৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

পোষাক বিক্রয়ে ৮০% লাভের প্রমাণ পাওয়ায় চন্দ্রবিন্দু ও বিন্দু ফ্যাশন হাউজকে ৪০০০০/- জরিমানা

০৫ এপ্রিল, ২০২৩

মোঃ সবুজ,
ভোলা জেলা (ভোলা) প্রতিনিধি

ছবি: সংগৃহীত

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এর অর্পিত ক্ষমতাবলে ও জেলা প্রশাসনের সার্বিক সহায়তায় ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কর্তৃক ভোলা সদর রোডে অভিযান পরিচালিত হয়। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে পোষাকের দোকানগুলোতে উপচেপড়া ভীড়।  আর সেই সুযোগে কিছু ব্যবসায়ী ইচ্ছামত দাম বাড়িয়ে পোশাক বিক্রয় করছে। এরকমই অভিযোগের ভিত্তিতে অদ্য(০৫.০৪.২৩ বুধবার) সকাল ১১.০০ টায় সদর রোডের চন্দ্রবিন্দু ও বিন্দু ফ্যাশন হাউজে অভিযান পরিচালনা করা হয়। হিসাব করে দেখা যায় তাদের প্রায় প্রতিটি পণ্যে ক্রয়মূল্যের উপর ৮০% বাড়িয়ে বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে। এর সাথে তারা "+ভ্যাট " কথাটিও যোগ করেছে।  কিন্তু কত পার্সেন্ট ভ্যাট তা তারা উল্লেখ করেনি এবং সঠিক টাকার পরিমাণের  ভ্যাটের কাগজ প্রদর্শন করতে পারেনি। বিন্দু ফ্যাসনে কাগজপত্র ঘেটে দেখা যায় মার্চ মাসের বিক্রয়কৃর টাকার বিপরীতে ভ্যাটের পরিনাম অনেক কম।  তারা এ বিষয়ে কোন সদুত্তর দিতে পারেনি। অন্যদিকে তাদের লাভের মার্জিন এত বেশি কেন জিজ্ঞেস করলে সেটারও কোন যৌক্তিক উত্তর দিতে পারেনি। তারা বলছিল মূল্য তাদের হেড অফিস নির্ধারণ করে দেয়। কিন্তু চন্দ্রবিন্দু ফ্যাসন হাউজের কাছে  কাছে মূল্য নির্ধারণের ব্লাংক স্টিকার পাওয়া গেছে।  এমতাবস্থায় চন্দ্রবিন্দু ও বিন্দু ফ্যাশন উভয়কে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৫ ধারায় ২০০০০/- করে মোট ৪০০০০/- টাকা জরিমানা করা হয়েছে।  উভয়কেই তাদের প্রাইস্ট্যাগ সংশোধন করে লাভের মার্জিন ৪০% এর নিচে নামিয়ে আনার নির্দেশনা দেওয়া হয়েছে। কাপড় বিক্রয়ের ক্ষেত্রে তাদেরকে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকারের নির্দেশনামূলক বার্তা দেওয়া হয়েছে ও লাভের   ক্ষেত্রে যৌক্তিক হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good