২০ জানুয়ারী, ২০২৩
ছবি: ভোরের দর্পণ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গাইবান্ধার পলাশবাড়ীতে পাঠকপ্রিয় জাতীয় দৈনিক ভোরের দর্পণ পত্রিকা ২৩ বছরে পর্দাপন উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভা দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা হলরুমে ভোরের দর্পণ পত্রিকার পলাশবাড়ী প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কর্তন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, দুই বারের সফল উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, প্রেসক্লাব সভাপতি ও ইত্তেফাক পত্রিকার পলাশবাড়ী প্রতিনিধি রবিউল হোসেন পাতা, পলাশবাড়ী রির্পোটার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা বিআরডিবি'র সভাপতি আতোয়ার রহমান। এসময় স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার আগে ভোরের দর্পণ পত্রিকার ২২ পেরিয়ে ২৩ শে পদার্পণ উপলক্ষে কেক কর্তন করেন অতিথিরা।
Good news
Good