২৯ জানুয়ারী, ২০২৩
ছবি: আলোচনা সভা অনুষ্ঠিত
গাইবান্ধা জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন পলাশবাড়ীর ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ জানুয়ারি রোববার দুপুরে উপজেলা টাউন হল রুমে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আব্দুস সোবহান বিচ্চুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল ও উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন। আরো বক্তব্য রাখেন, রাজশাহী বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালকের প্রতিনিধি নাছির উদ্দিন, সংগঠনের বর্তমান কমিটির সড়ক সম্পাদক শহিদুল ইসলাম, প্রবীন শ্রমিক নেতা সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সাবু, সাবেক সাধারণ সম্পাদক রেজানুর রহমান ডিপটি, সাবেক সাধারণ সম্পাদক সুরুজ হক লিটন প্রমুখ নেতৃবৃন্দ। এছাড়াও সংগঠনের ১০টি শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে পূর্বের গঠিত কমিটির মেয়াদ ৩ বৎসর পূর্তি হওয়ায় এ সাধারণ সভার মাধ্যমে বর্তমান কমিটি বিলুপ্ত করে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করা হয়। এসময় অধিকাংশ সদস্য কন্ঠ ভোটে পূর্বের কমিটিকে বহাল রাখার সম্মতি জ্ঞাপন করে। কারণ হিসেবে তারা জানায়, পূর্বের কমিটি নির্বাচিত হওয়ার পর থেকেই করোনার কারণে সাংগঠনিক কার্যক্রম মুখ থুবড়ে পড়ে এবং শ্রমিকদের উন্নয়নে কোন কাজ করতে না পারায় শ্রমিকরা পূর্বের নির্বাচিত কমিটিকে আগামী ৩ বৎসরের জন্য পুর্নবহাল রেখে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার অনুমতি দেয়। সভা সঞ্চালনা করেন, সংগঠনের বর্তমান কমিটির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লব।
Good news
Good