২৩ ডিসেম্বর, ২০২২
ছবি: কেক কর্তন করেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন
সাপ্তাহিক পলাশবাড়ী পত্রিকা ১১ পেরিয়ে ১২ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ ডিসেম্বর ) সন্ধ্যায় বিশ্বসাহিত্য কেন্দ্রে কেক কর্তন করেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন।
এতে সভাপতিত্ব করেন সাপ্তাহিক পলাশবাড়ী পত্রিকার সম্পাদক ও প্রকাশক শ্রী-উত্তম কর্মকার। এসময় বক্তব্য রাখেন, পলাশবাড়ী উপজেলা সুজন এর সাধারণ সম্পাদক ও বিশ্ব-সাহিত্য কেন্দ্রের সদস্য সাইদুর রহমান মাষ্টার, বিশ্ব সাহিত্য কেন্দ্রের সদস্য এটিএম মিজানুর রহমান খান, সদস্য আলিউল ইসলাম বাদল, আইম মিজানুর রহমান, সাপ্তাহিক পলাশবাড়ী পত্রিকার সার্কুলার ম্যানেজার উৎপল কুমার কর্মকার, স্টাফ-রির্পোটার জিন্নাতুল কবির জিন্না, সাংবাদিক আব্দুর রাজ্জাক, আরিফ, আসলামসহ আরো অনেকে। এসময় কবিতা আবৃতি করেন, আকতারুজ্জামান সুলতান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাপ্তাহিক পলাশবাড়ী পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ শাহরিয়ার কবির আকন্দ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন বলেন, হাটি হাটি পা পা করে সাপ্তাহিক পলাশবাড়ী পত্রিকা ১১ তম বর্ষ শেষ করে ১২ তম বর্ষে পা রাখছে জেনে আমি আনন্দিত। আমি পত্রিকাটির উত্তোরত্তর সাফল্য কামনা করছি। পাশাপাশি পত্রিকাটি দেশ-জাতি ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।
Good news
Good