২১ মার্চ, ২০২৩
ছবি: আলোচনা সভা
বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের উদ্যোগে গাইবান্ধার পলাশবাড়ীতে আইডিয়াল রেশমপল্লী ও রেশম চাষ সম্প্রসারণ এর মাধ্যমে বৃহত্তর রংপুর দারিদ্র হাস্যকর হ্রাসকরণ শীর্ষক প্রকল্প আয়োজন সমাবেশ অনুষ্ঠিত হয়।
২১ মার্চ (মঙ্গলবার) সকালে সমাবেশ উপলক্ষে একটি র্যালি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পলাশবাড়ী টাউন হলে এক আলোচনা সভায় মিলিত হয়।কৃষক সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের রাজশাহী মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আনওয়ার হোসেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড, রাজশাহী’র পরিচালক (সম্প্রসারণ) মোহাম্মদ এমদাদুল বারী । উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে উক্ত কৃষক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ।
উক্ত কৃষক সমাবেশে সাদুল্যাপুর ও পলাশবাড়ী উপজেলার ৬০ জন রেশম চাষী উপস্থিত ছিলেন।
Good news
Good