১৩ নভেম্বর, ২০২২
ছবি: রাতের বেলায় করা হচ্ছে ইট সলিংয়ের কাজ। ভিডিও থেকে নেওয়া।
পলাশবাড়ীতে কাবিটা প্রকল্পের অধীনে গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষনের আওতায় রাতের অন্ধকারে বাস্তবায়ন করা হলো ইটের সোলিং এর কাজ। এলাকাবাসীর মাঝে মিশ্র প্রতিক্রীয়া দেখা দিয়েছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ২০২২-২০২৩ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) প্রকল্পের অধীনে ১মপর্যায়ে ২৩ নম্বর প্রকল্প বরিশাল ইউনিয়নের আমলাগাছী স্কুল এন্ড কলেজের সামন দিয়ে রাস্তার পূর্ব দিকে কামনা পাশার বাড়ীর পাশ্বে রাস্তায় ইটের সোলিং করণ বাবদ ২ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়। বরাদ্দের সংশ্লিষ্ট প্রকল্প সভাপতি ইটের সোলিং করণে রাস্তা না খুড়ে রাতের অন্ধকারে নাম্বারবিহীন ইট ও যৎসামান্য বালু ছিটিয়ে নামসর্বস্য ইটের সোলিং এর কাজ করা হয়েছে। কর্মরত শ্রমিকরা জানান, রাত সাড়ে ১১টা পর্যন্ত কাজ করা হয়েছে। রাতে কাজ করা যাবে কিনা আমরা জানিনা।
এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদুজ্জামান-কে রাতের অন্ধকারে প্রকল্পের কাজ করা যাবে কিনা জানতে চাইলে তিনি জানান, রাতে কোন প্রকার কাজ করা যাবেনা। তবে সোলিং এ কতটুকু বালু দিতে হবে তা জানতে চাইলে তিনি জানান, স্টিমেটে সব কিছুই আছে স্টিমেট না দেখে কিছু বলতে পারবনা। রাতের অন্ধকারে সোলিং এর কাজ করা নিয়ে এলাকায় অফিসের কর্মকান্ড নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এলাকাবাসী সঠিক তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট বিভাগের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
Good news
Good