২৫ অক্টোবর, ২০২২
ছবি: পুষ্টি সমন্বয় সভায় উপস্থিত অতিথিবৃন্দ
গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির ও সংঘ প্রকল্পের দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে ও সংঘ প্রকল্পের সহযোগীতায় আজ ২৫ অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলা টাউন হলরুমে সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ।
এতে আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম রফিকুল ইসলাম রিপন, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুব আলম, উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা বেগম, সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার সরকার, ইউপি চেয়ারম্যান আবু বক্কর, রিপোর্টাস ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, পলাশবাড়ী প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সংঘ প্রকল্পের এডভাইসর মনিরুজ্জামান মুকুল, লোকাল কলসালটেন্ট আফরুজা বুলবুল, টেকনিক্যাল অফিসার মুক্তা রানী রায়সহ অন্যান্যরা।
এসময় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যানবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
Good news
Good