২৫ ফেব্রুয়ারী, ২০২৩
ছবি: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৫ ফেব্রুয়ারি (শনিবার) দিনব্যাপী এ অনুষ্ঠানে সরকারের সার্বিক উন্নয়ন কার্যক্রম তুলে ধরে দেশের উন্নয়নের ধারাবাহিকতায় উপজেলার সফল খামারিদের মাধ্যমে নতুন নতুন খামারী সৃষ্টি করে খামারীদের জন্য জোন তৈরী আহবান জানান বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি।
পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে ও উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা আলতাব হোসেন এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যে এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি স্থানীয় খামারিদের এ আহবান জানান।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ। আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আবু বকর প্রধান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম রফিকুল ইসলাম রিপন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীব কুমার, উপজেলা কৃষকলীগের সভাপতি মহব্বত জান চৌধুরী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, রিপোর্টাস ইউনিটির সভাপতি আশরাফুল ইসলামসহ উপজেলার সফল খামারীগণ বক্তব্য রাখেন।
শেষে খামারিদের স্টল গুলো পরিদর্শন করেন প্রধান অতিথি সহ অন্যান্যরা। দিনব্যাপী এ প্রদর্শণী শেষে বিকালে খামারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়৷
Good news
Good