০৭ মার্চ, ২০২৩
ছবি: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন
পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজেনে মঙ্গলবার ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন শেষে উপজেলা পরিষদ বঙ্গবন্ধু হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।
এ সময় আরো বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সাধারণ সম্পাদক ও মহদীপুর ইউপির চেয়ারম্যান তৌহিদুল ইসলাস মন্ডল, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি আবু বক্কর প্রধান, সহ-সভাপতি সাইফুলার রহমান চৌধুরী তোতা, সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও ইদিলপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান, পলাশবাড়ী এসএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মামুন-অর- রশিদ সুমনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ ভাষণের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। শেষে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
Good news
Good