৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

পলাশবাড়ীতে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪টি ঘর পুড়ে ছাই

১৪ ফেব্রুয়ারী, ২০২৩

মো:তৌহিদুল ইসলাম,
পলাশবাড়ী উপজেলা (গাইবান্ধা) প্রতিনিধি

ছবি: অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে যাওয়া বসতবাড়ী ও গোয়ালঘর

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের ভগবানপুর গ্রামের ২ নং ওয়ার্ড এলাকার দক্ষিণ পাড়ায় এক বসতবাড়ীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বসতবাড়ীটির গোয়ালঘর সহ মোট ৪ টি টিনসেট ঘর এবং ঘরের আসবাবপত্র, বৈদ্যুতিক মিটারসহ চাল ডাল পোশাকাদিসহ যাবতিয় মালামাল পুড়ে গেছে।

এলাকাবাসী জানান, ১৪ ফেব্রুয়ারী রাত ৮টা ৩০ মিনিটে আগুনের সূত্রপাত হয় এবং আঙ্গিনায় পান বরজের জন্য সংরক্ষণকৃত খড়ে আগুন লেগে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ঘর গুলোতে। প্রথমে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা এবং ফায়ার সার্ভিসকে বিষয়টি অবগত করলে পলাশবাড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিট রাত ৯ টায় ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থটি ঘনবসতিপূর্ণ এলাকা এবং আগুন নিয়ন্ত্রণের বাহিরে যাওয়ার সম্ভাবনাও ছিলো বলে এলাকাবাসী জানান।

ক্ষতিগ্রস্ত এ পরিবারের কর্তা জিয়াউর রহমান একজন অটোভ্যান চালক ৪ সন্তানের পিতা। সে ভগবানপুর গ্রামের মৃত ময়েজউদ্দিনের ছেলে। সবকিছু পুড়ে যাওয়ায় সে বাকরুদ্ধ প্রায়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরিশাল ইউনিয়নের চেয়ারম্যান সাংবাদিক  রফিকুল ইসলাম সরকার। তিনি তাৎক্ষনিক এ ক্ষতিগ্রস্ত পরিবারকে ১শ কেজি চাল ২ হাজার টাকা এবং একটি অটোভ্যান প্রদান করার ঘোষণা দেন। এছাড়াও গাইবান্ধা ৩ পলাশবাড়ী-সাদুল্যাপুর আসনের সাংসদ উম্মে কুলসুম স্মৃতি এমপি  এবং  পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন বলে জানান ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার। ফায়ার সার্ভিসের ইউনিট পরিচালনা করেন,পলাশবাড়ী ফায়ার স্টেশন অফিসার মশিউর রহমান।

এঘটনায় আনুমানিক ৫ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মোট ৪ টি ঘর পুড়ে যাওয়ায় আশ্রয়হীন হয়ে পরেছে পরিবারটি।  এমতবস্থায় পরিবারটির প্রতি সাহায্য সহযোগিতা অতি জরুরী বিধায় সরকারী বেসরকারী ভাবে সকলকে এগিয়ে আসা দরকার।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good