২০ ডিসেম্বর, ২০২২
ছবি: নিলামে ক্রয়কৃত জমিসহ ভবন
গাইবান্ধার পলাশবাড়ী চৌমাথায় অবস্থিত সৈয়দ প্লাজা মার্কেট এক কোটি ১১ লাখ টাকায় নিলামে ক্রয়কৃত সাড়ে ১১ শতাংশ জমিসহ ভবন বুঝিয়ে দিলেন গাইবান্ধা সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার শাহীন মিয়া। আজ সোমবার দুপুরে সকলের উপস্থিতিতে ভবনের চাবী, দলিলপত্র ও মালিকানা বুঝে দেন ব্যাংক কর্তৃপক্ষ মালিক এনামুল হক সরকার (মগগুল) গংদের।
জানাযায়, পলাশবাড়ী পৌরসভার প্রাণকেন্দ্র সৈয়দ প্লাজা মার্কেটটি নুনিয়াগাড়ী মৌজার জেএল নং ৬৯, সিএস খতিয়ান নং ১৩১,এসএ খতিয়ান নং ১৭১, খারিজ খতিয়ান নং ৯৬৯, দাগ নং ৮২ ও ৮৩ জমির পরিমাণ সাড়ে ১১ শতাংশ। এইজমি এবং মার্কেটের বিপরীতে গাইবান্ধা সোনালী ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেন এর মালিক সৈয়দ লাবলু। ঋণ গ্রহণের পর দীর্ঘদিন ব্যাংকের টাকা পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় গাইবান্ধা সোনালী ব্যাংক কর্তৃপক্ষ ভবন ও মার্কেটটি নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করেন। এরপর এনামুল হক সরকার (মগগুল) গংরা নিলামে অংশগ্রহণ করে সর্বোচ্চ ডাকে ১ কোটি ১১ লাখ টাকায় সাড়ে ১১ শতাংশ জমিসহ মার্কেট ক্রয় করেন। এরপর মালিকপক্ষ মহামান্য হাইকোর্টে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানির পর মহামান্য হাইকোর্ট গাইবান্ধা সোনালী ব্যাংককে
৩৩ এর ৭ ধারায় মালিকানা প্রাপ্ত হয়। আজ সোমবার দুপুরে এই মার্কেটসহ জমির কাগজ পত্র হস্তান্তর করেন নিলাম ডাকে ক্রয়কৃত মালিক এনামুল হক সরকার (মগগুল) গংদের নিকট।
Good news
Good