০৬ ফেব্রুয়ারী, ২০২৩
ছবি: মা ও অভিভাবক সমাবেশ
প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে গাইবান্ধার পলাশবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে অত্র বিদ্যালয় চত্ত্বরে ম্যানেজিং কমিটির সদস্য হাফিজুর রহমান মুরাদের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুনর রশিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম, মো.আল এমরান খন্দকার ও উপজেলা শিক্ষা অফিসার মোছা. নাজমা খাতুন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাকটর মো. রবিউল ইসলাম, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান মন্ডল দোলন, অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাইফুন্নাহার বিনা, অভিভাবক সদস্য রফিকুল ইসলাম, মাহাবুবুন্নাহার বেগম, অভিভাবক রোকশানা বেগম, ফেরদৌসী আকতার ও এমরান কাজী প্রমুখ।
সমবেশটির সঞ্চালনায় ছিলেন অত্র বিদ্যালয় প্রধান শিক্ষক সাহেদার রহমান সরকার। বক্তারা বলেন, প্রাথমিক স্তরের শিশু শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধকরণসহ তাদের লেখাপড়ায় উদ্ধুদ্বকরণে শিক্ষকদের পাশাপাশি বাবা-মা’র ভুমিকা অপরিসীম। দায়িত্বশীল অভিভাবক মা-বাবা জোরালো প্রচেষ্টায় তাঁদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিতসহ একজন আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন। বর্তমান শিক্ষাবান্ধব সরকার শিক্ষার্থী ছেলে-মেয়েদের বিদ্যালয়মূখীকরণ ছাড়াও লেখাপড়ায় যত্নশীল-মনোযোগী করে তুলতে বাবা-মা’র দায়িত্বশীল ভুমিকা পালন অপরিহার্য।