২৩ মার্চ, ২০২৩
ছবি: বিতারণ অনুষ্ঠানের চিত্র
গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে কৃষি দপ্তরের অধিনে ২১ শত জন কৃষকদের মাঝে ৫ কেজি ধান বীজ,১কেজি পাট বীজ, ২০ কেজি করে সার বিনামুল্যে বিতারণ করা হয়।
২৩ মার্চ( বৃহস্পতিবার) সকাল ১০ টায় বিতারণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উদ্বোধন করেন গাইবান্ধা ৩ আসনের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. উন্মে কুলসুম স্মৃতি এমপি।
এতে আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কামরুজামান নয়ন, উপজেলা কৃষি অফিসার ফাতেমা কাওসার মিশু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম রফিকুল ইসলাম রিপন, উপজেলা কৃষকলীগের সভাপতি মোহাব্বত জান চৌধুরী, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পাপুল,ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও এ দিন দুপুরে পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের রামপুরে মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহার আশ্রয়ণ প্রকল্পের ঘরের কাজ পরিদর্শন করেন গাইবান্ধা-৩(পলাশবাড়ী-সাদুল্ল্যাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন, উপজেলা ভূমি সহকারী কমিশনার এস এম ফয়েজ উদ্দিন, বরিশাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম ,ইউপি সদস্য সহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
Good news
Good