০১ নভেম্বর, ২০২২
ছবি: যুব দিবসের আলোচনা সভায় উপস্থিত অতিথিবৃন্দ।
“প্রশিক্ষিত যুব, উন্নত দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
পলাশবাড়ী উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ১ নভেম্বর সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সাধারণ সম্পাদক ও মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুজন মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আবু বক্কর প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, আনোয়ারা বেগম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, রিপোটার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর সোহেল মিয়া।
Good news
Good