০৫ নভেম্বর, ২০২২
ছবি: আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত
“বঙ্গবন্ধুর দর্শন-সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্য নিয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ৫১তম জাতীয় সমবায় দিবস-পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ আয়োজনে ৫ নভেম্বর (শনিবার) সকালে দিবসটি উপলক্ষে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা পরিষদ টাউন হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান নয়ন-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি আবু বকর প্রধান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন,সাধারণ সম্পাদক ও ৫নং মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম.সমবায়ী পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মাহমুদা চৌধুরী, প্রভাষক তাহমিনা বেগম,পলাশবাড়ী প্রেস ক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা,ও উপজেলা মহিলা লীগ নেত্রী সাবিনা আক্তার ঝুনু প্রমুখ।
শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা খান মোহাম্মদ মোস্তাক নাসির।
এ সভার সঞ্চালনা করেন ( ইউ আর সি) ইন্সট্রাক্টর সোহেল মিয়া।
এ সময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ছাড়াও সমবায় সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।