২৭ ফেব্রুয়ারী, ২০২৩
ছবি: পলাশবাড়ীতে জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে র্যালী।
গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার ২৭ ফেব্রুয়ারি সকালে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা শহরের দুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.কে.এম মোকছেদ চৌধুরী বিদ্যুৎসহ উপস্থিত কর্মকর্তাবৃন্দ। বক্তব্যে সবাই পরিসংখ্যানের গুরুত্ব তুলে ধরেন এবং পরিসংখ্যানিক তথ্যের সঠিকতা, মানসম্পন্নতা ও জবাবদিহিতার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। এ সময় পরিসংখ্যানের ভিশন, মিশন ও গুরুত্ব নিয়ে বিষদ আলোচনা করেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফারুক হোসাইন।
Good news
Good