২৩ নভেম্বর, ২০২২
ছবি: ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের পার্বতীপুর (কারিপাড়া) গ্রামের রফিকুল ইসলামের ছেলে ইটভাটা শ্রমিক সাইফুল ইসলাম নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
সাইফুল ইসলামের স্ত্রী জানান, তার স্বামী সাইফুল ইসলাম একজন ইটভাটা শ্রমিক। সে পলাশবাড়ী উপজেলাধীন ঠুঠিয়াপাকুর বাজারস্থ জনৈক মুকুল মন্ডলের ইটভাটায় শ্রমিকের কাজ করতো।
২২ নভেম্বর দিবাগত রাত ৩টার দিকে বাড়ি থেকে ইটভাটার উদ্দেশ্য বের হয়। সকালে তার শ্বশুর রফিকুল ইসলাম বাড়ীর পাশে বাঁশ ঝাড়ের গলার মাফলার পেচিয়ে তাকে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পান।
কিন্তু ইটভাটার অন্যান্য শ্রমিক সূত্রে জানা যায়, সে ভোর রাত ৪টার দিকে বাড়ীর উদ্দেশ্য ইটভাটা থেকে সে বের হয়ে আসে।
এ ব্যাপারে ভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক ও ভাটা মালিক মুকুল মন্ডলের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক ৫ নং মহদীপুর ইউপি চেয়ারম্যান ও ইটভাটা মালিক সমিতির সভাপতি তৌহিদুল ইসলাম মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সে একজন মানষিক রোগী ছিলো।লাশের পা মাটির সঙ্গে লেগে আছে জানতে চাইলে তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে তদন্ত সাপেক্ষে তারা ব্যাবস্থা গ্রহন করবে।
পলাশবাড়ী থানার ওসি তদন্ত দিবাকর অধিকারী জানান, নিহত ব্যাক্তি একজন মানষিক রোগী ছিলেন। লাশ দাফন করার অনুমতি দেয়া হয়েছে।
Good news
Good