২১ ডিসেম্বর, ২০২২
ছবি: যাকাতের নগদ অর্থ তুলে দেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ ও উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় দুস্থদের মাঝে সরকারি যাকাত তহবিল থেকে উপজেলার ইসলামিক ফাউন্ডেশন উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে সরকরি যাকাত তহবিলের অর্থ বিতরণ করা হয়। ২০ ডিসেম্বর মঙ্গলবার সকালে এসব অর্থ বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার দুস্থ ব্যক্তিদের হাতে যাকাতের নগদ অর্থ তুলে দেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ ও উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- উপজেলা ইসলামিক ফাউন্ডেশন এর ফিল্ড ম্যানেজার আব্দুল আজিজসহ ইসলামিক ফাউন্ডেশনের কর্মচারী বৃন্দ।
উল্লেখ্য, উপজেলার ২৮ জন দুস্থ ব্যক্তি, মুসলিম, গরীব শিক্ষার্থী ও অসুস্থ ব্যক্তির মাঝে সরকারি যাকাত তহবিলের ৬ হাজার টাকা করে বিতরণ করা হয়।
Good news
Good