৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
অপরাধ / সারাদেশ

পলাশবাড়ীতে বিয়ের কথা বলে দুই কনের পরিবার থেকে যৌতুকের টাকা নিয়ে লাপাত্তা

০৯ ডিসেম্বর, ২০২২

মো:তৌহিদুল ইসলাম,
পলাশবাড়ী উপজেলা (গাইবান্ধা) প্রতিনিধি

ছবি: প্রতীকী ছবি।

ঘটনার বিবরণে জানা যায়, পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের দিকদারী গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আলমগীরের ছেলে মেহেদী হাসান গোলাপ এর সাথে একই দিনে দুই কনের বিয়ের দিন ধার্য করা হয়। আজ ৮ ডিসেম্বর,(বৃহস্পতিবার) বিয়ের আয়োজন স্বরূপ কেনাকাটা এবং আনুষ্ঠানিকতা শুরু করেন কনে পক্ষদ্বয়।
গোবিন্দগঞ্জের ফুলহারে বিয়ে ঠিক করে ছেলের মা, বাবা, ভাই বোন সহ মোট চার জনের উপস্থিতিতে ছেলে পক্ষ বিয়ের খরচ বাবদ তিন লক্ষ টাকা বুঝে নেয়।বিয়ের দিন বর পক্ষ যথা সময়ে উপস্থিত না হলে এক কনের বড়োভাই বরের বাড়িতে গিয়ে জনশূন্য দেখতে পায়। এবং জানতে পারেন যে, বরপক্ষ পলাশবাড়ী পৌরসভার সাত নং ওয়ার্ডের অন্য আরেক কনে পক্ষের কাছ থেকে একই দিনে বিয়ের কথা বলে নগদ টাকা হাতিয়ে নিয়ছে।

বিয়ের দিনে এসে এমন ঘটনা জানতে পেরে কনে পক্ষের পরিবারসহ এলাকাবাসীর মাঝে ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়, সেই সাথে প্রতারকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন সচেতন মহল।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good