১৭ নভেম্বর, ২০২২
ছবি: আনন্দ মিছিলে পলাশবাড়ী উপজেলার আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী।
বিশ্বকাপ ফুটবল এলেই আনন্দে মেতে ওঠে বাংলাদেশের সমর্থকরা। কাতার বিশ্বকাপ-২০২২ শুরুর আগে বিশ্বকাপ উত্তেজনায় কাঁপছে সারাদেশ। আর্জেন্টিনার ২০০ ফুট লম্বা পতাকা বানিয়ে বিশ্বকাপকে স্বাগত জানিয়েছে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেলে আর্জেন্টিনা সমর্থকরা ২০০ ফুট লম্বা একটি পতাকা নিয়ে বর্ণাঢ্য আনন্দ র্যালী নিয়ে পলাশবাড়ী পৌরশহরের বিভিন্ন প্রদক্ষিণ করে। র্যালীতে প্রায় তিন শতাধিক আর্জেন্টিনা সমর্থক অংশ নেয়। র্যালীতে সমর্থকদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা, ২০০ ফুট লম্বা একটি আর্জেন্টিনার পতাকাসহ বিভিন্ন ব্যানার, বাঁশি ও ফেস্টুন ছিল। র্যালী শেষে বিশ্বকাপের সবগুলো খেলা পলাশবাড়ী পৌরশহরের কলেজ মোড় এলাকায় ‘বড় পর্দায়’ দেখার আহবান জানান।
Good news
Good