৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
জাতীয়

পলাশবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রমশন দিবস পালিত-২২

১৩ অক্টোবর, ২০২২

মো:তৌহিদুল ইসলাম,
পলাশবাড়ী উপজেলা (গাইবান্ধা) প্রতিনিধি

ছবি: পলাশবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রমশন দিবস পালিত

গাইবান্ধার পলাশবাড়ীতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

১৩ অক্টোবর সকাল ১০টায় “দূর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যকর ব্যবস্থা” প্রতিপাদ্যকে সামনে রেখে পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে ও দূর্যোগ ব্যবস্থাপনা  অধিদপ্তরের সহযোগিতায় দিবসটি পালন করা হয়। এ সময় পলাশবাড়ী ফায়ার সার্ভিসের একটি টিম ভূমিকম্প ও অগ্নিকান্ড প্রতিরোধক মহড়া প্রদান করেন।

শেষে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদুজ্জামানের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মুহাম্মদ শাহরিয়ার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আফতাব হোসেন, পলাশবাড়ী ফায়ার সার্ভিসের ইনচার্জ মশিউর রহমান, বিআরডিবি কর্মকর্তা হাসানুজ্জামান প্রমূখ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও স্থানীয় গণমাধ্যমকর্মীগণ উপস্থিত।

Related Article