০৮ জানুয়ারী, ২০২৩
ছবি: গাঁজাসহ মা ও মেয়ে
গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারি আপন মা ও মেয়ে গ্রেফতার হয়েছে।
থানা সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলা পুলিশ সুপার মো.কামাল হোসেন এর নির্দেশনা মোতাবেক গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা এর সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ) রাজু ইসলামের নেতৃত্বে রংপুর টু ঢাকা মহাসড়কের উপর গাড়ি চেকিং করাকালে আজ ৮ জানুয়ারী রবিবার বিকাল ৩ টা ৫০ মিনিটের সময় যাত্রী বাহী বাস চেকিং করাকালে নারী মাদক কারবারি ১। মোছাঃ বুলবুলি বেগম (৪৭) ও ২। মোছাঃ মীম আক্তার (৩০) এর শরীরে লাল রংয়ের পলিথিনে বিশেষ কায়দায় পাটের সুতলী দ্বারা মোড়ানো অবস্থায় (০২+০২) মোট ৪ কেজি গাঁজা উদ্ধার পূর্বক তাদের গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা নারী মাদককারবারিরা হলো কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার গাজের কুটি গ্রামের (পূর্ব গজের কুঠি বাদশা বাজার) এর শাহ আলমের স্ত্রী ১। মোছাঃ বুলবুলি বেগম (৪৭) ও শাহ আলমের কন্যা ২। মোছাঃ মীম আক্তার (৩০)। গ্রেফতারকৃতরা সম্পর্কে মা ও মেয়ে।
এ বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, এ ঘটনায় পলাশবাড়ী থানার মামলা নং-০৫/০৫, ০৮ জানুয়ারি ২০২৩, ধারা-৩৬(১) এর ১৯(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ রুজু করা হয়েছে।