৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / অপরাধ

পলাশবাড়ীতে ৩ কেজি গাঁজা সহ নারী আটক

০৩ মে, ২০২৩

মো:তৌহিদুল ইসলাম,
পলাশবাড়ী উপজেলা (গাইবান্ধা) প্রতিনিধি

ছবি: মাদকদ্রব্য সহ আটক


গাইবান্ধার পলাশবাড়ীতে যানবাহন তল্লাশিকালে ৩ কেজি গাঁজা উদ্ধারসহ স্মৃতি আক্তার (৩০) নামীয় এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
 

থানা সূত্রে জানা যায়, গাইবান্ধার পুলিশ সুপারের নির্দেশক্রমে পুলিশের মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার (৩ মে) দুপুরে এক অভিযান পরিচালনা করা হয়।
 

থানা পুলিশের এসআই শাহজাহান মিয়ার নেতৃত্বে একটি পুলিশ টীম পলাশবাড়ী পৌর শহরের অদূরে ঢাকা-রংপুর মহাসড়কে বাঁশকাটা ব্রাকমোড় পয়েন্টে চলন্ত যানবাহন সমূহে তল্লাশি অভিযান শুরু করেন। 

এসময় রংপুর হতে বগুড়াগামী ‘রয়েল এন্টারপ্রাইজ’ পরিবহনের একটি বাস (ঢাকা-মেট্রো-ব-১৩-২১৯৭) তল্লাশিকালে ৩ কেজি গাঁজাসহ স্মৃতিকে গ্রেফতার করা হয়। স্মৃতি বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়ী (সরকারপাড়া) গ্রামের মন্টু সরকারের মেয়ে বলে জানা যায়। 
 

থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান এব্যাপারে থানায় মাদকদ্রব্য  নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-০৮, তাং-০৩/০৫/২০২৩) রুজু হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে গাইবান্ধা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

Related Article