৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

পলাশবাড়ীতে শিক্ষক দিবস পালন

২৭ অক্টোবর, ২০২২

মো:তৌহিদুল ইসলাম,
পলাশবাড়ী উপজেলা (গাইবান্ধা) প্রতিনিধি

ছবি: পলাশবাড়ীতে শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা।

”শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু” প্রতিপাদ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় সারা দেশের ন্যায় গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে ও ব্র্যাকের সহযোগিতায় শিক্ষক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে ২৭ অক্টোবর বৃহস্পতিবার সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পলাশবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান নয়ন, মহদীপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল।

আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহতাব হোসেন, পলাশবাড়ী আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোজাহিদুল ইসলাম, বাসুদেবপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ একেএম আব্দুর নুর, মেরিরহাট ফাজিল ডিগ্রী মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজুল ইসলাম, সাবদিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল মিত্র, আমলাগাছি বিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম, পলাশবাড়ী এস এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মিজানুর রহমান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বাংলাদেশ সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের প্রশংসা করে শিক্ষকদের মান উন্নয়নে বিভিন্ন দিক পর্যালোচনা করেন।

এসময় পলাশবাড়ী উপজেলার মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদরাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার এ এইচ এম হুমায়ন কবির।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good