১১ ফেব্রুয়ারী, ২০২৩
ছবি: পুরস্কার বিতরণ অনুষ্ঠানের চিত্র
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ইউনিয়ন পর্যায়ের প্রাথমিক শিক্ষা পদক ক্রিয়া, সাংস্কৃতিক ও বিষয়ক ভিত্তিক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে পলাশবাড়ী পৌরসভা প্রাথমিক বিদ্যালয় সমূহের আয়োজনে পলাশবাড়ী এস এম মডেল সরকারি বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
পলাশবাড়ী সহকারী শিক্ষা অফিসার আসাদুজ্জামান মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ।
এসময় পলাশবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদ রহমান সরকার, কালুগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদুল ইসলাম, বৈরি হরিণমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহ আক্তার সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।